হাইনের কবিতা- যখন বিচ্ছেদ ঘটে  

প্রকাশ করেছেন নকীব -শিরোনাম:

হাইনের কবিতা- যখন বিচ্ছেদ ঘটে



যখন বিচ্ছেদ ঘটে দু জনের, যারা ভালবাসে
কথা বলে তারা, যেমন প্রিয়ার সঙ্গে প্রিয়,
হাত ধ'রে রাখে এবং একটু কাঁদে,
দীর্ষশ্বাস ফেলে-শেষ হীন স্মরণীয়।

আমরা কাঁদিনি , হে আমার প্রিয়তমা,
দীর্ঘশ্বাস ফেলে বলিনি আমরা 'কেনো আজো প্রাণ আছে.....'
অশ্রু, এবং দীর্ষশ্বাস আর যন্ত্রণা
এসেছিলো পরে-শুধুই আমার কাছে।

অনুবাদ-হুমায়ুন আযাদ (পুরোটা পড়ুন...)