কখনো খেলাচ্ছলে, কখনো ভুলে
আনমনে লিখেছি তোমার নাম,
তারপর তাকে সাজিয়েছি,
তাকে লুকিয়েছি আমার বন্ধুদের নজর থেকে।
কখনো রাজপথ, শীতের ওম কুড়াতে,
প্রিয় চায়ের দোকানটার খোঁড়া বেন্চীতে বসে,
আনমনে ধোয়া ছাড়তে ছাড়তে ভেবেছি
একা থাকা মাঝে মাঝে অসহ্য...
মাঝে মাঝে একজন সঙ্গিনীরও দরকার হয়,
ভাপা পিঠাটা ভাগাভাগি করে খাবার জন্য।
ধুলো পড়া কবিতার খাতায়,
আমার জমে থাকা কষ্টগুলো ঝেড়ে ফেলে
পরম মমতায় হাত বুলাই।
তোমাকে নিয়ে লেখা প্রেমের কবিতাগুলো সবাই পড়লো-
কই, তুমি তো পড়ে দেখলে না।
রাত ১০:৩০
ডিসেম্বর ছয়
(অনেক দিন কবিতা লিখি না....আমার কাছে কবিতা লেখা মানে অবশেষে নিজের কাছে ফিরে আসা)
This entry was posted
on ডিসেম্বর ১৭, ২০০৮
at ৫:৪৯ PM
and is filed under
কবিতা
. You can follow any responses to this entry through the
comments feed
.
একটি মন্তব্য পোস্ট করুন