একফাঁলি চাঁদ ধরবো বলে  

প্রকাশ করেছেন নকীব -শিরোনাম:

মেঠোপথের সেই একফাঁলি চাঁদ ধরবো বলে,
খদ্দরের মোটা চাদরটি পড়ে বেড়িয়েছিলাম।
নিশুতি রাত অন্ধকারের আলোয়,
হিমে ভরা জোসনা,
ভেজা কুয়াশার মাঝে একে দেয় অনর্ব আকিঁবুকি।
নিশাচর কোন পাখীর করুন স্বর-
প্রিয়তমার জন্য কাঁদে।
বাঁশবনের ফাঁকে ফাঁকে বাতাসের গোঙানী,
অলস মেঘের আড়ালে একফাঁলি চাঁদটাকে ধরবো বলে,
আস্তিন গুটিয়ে বেড়িয়েছিলাম।

চারদিকে ছায়া নির্ঘুম,
অবিশ্বাস্য দ্রুতগতিতে
হেমলক লতায় জড়ায় নিশাচর কুহক-
আটকে পড়ে যেন-
আলগ্ন সপ্তর্ষী বেদনায় নীল।
বিস্তীর্ন ফসলের মাঝে লুকিয়ে থাকে বৈরাগ-
অশরীরির মতো অশ্বথের পাতায় শিশির জমে থাকে
ঝড়ে যাবার অপেক্ষায়।

মেঘ যেমন চাঁদকে ঢেকে রাখে,
বস্তুও তেমনি আমাকে।

This entry was posted on ডিসেম্বর ১৮, ২০০৮ at ১১:০০ PM and is filed under . You can follow any responses to this entry through the comments feed .

1 মন্তব্য(গুলি)

khub bhalo hayeche......

১৬ আগস্ট, ২০১০ এ ১:৪০ AM

একটি মন্তব্য পোস্ট করুন